পাইকগাছা অফিস : জেলা পরিবেশ অধিদপ্তর ও খুলনা বিভাগীয় কার্যালয়ের যৌথ উদ্যোগে পাইকগাছা ও কয়রা’র অবৈধ ৯ ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার দিনব্যাপী পাইকগাছা উপজেলার ৬ টা ও কয়রা উপজেলার ৩ টা ইটভাটায়
ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাড়ে ১৭ লাখ টাকা জরিমানা করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মো. আসিফুর রহমান। ইটভাটা লাইসেন্স, পরিবেশের ছাড়পত্র, ইট পোড়ানো লাইসেন্স অনুমোদন ব্যতীত মাটির ব্যবহার ইটভাটা প্রস্তুত, ভাটা স্থাপন , নিয়ন্ত্রণ আইন ২০১৩ ( সংশোধন -২০১৯) এর সংশ্লিষ্ট ধারা লংঘনের অপরাধে এসকল জরিমানা করা হয়। ওই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাইকগাছা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন উপজেলা প্রশাসনের পক্ষে সহযোগিতা করেন। সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ, জেলা পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান, খুলনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মারুফ বিল্লাহ, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক পারভেজ আহম্মেদ সহ পুলিশ, আনসার সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। এ বিষয়ে খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রট মো. আসিফুর রহমান বলেন, ইটভাটা স্থাপন আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৪ ধারা মোতাবেক ইটভাটা স্থাপনের জন্য জেলা প্রশাসকের কাছ থেকে লাইসেন্স গ্রহণ ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়ার বিধান রয়েছে। কিন্তু জরিমানা করা ইটভাটাগুলোর পরিবেশের ছাড়পত্র ও লাইসেন্স হালনাগাদ নেই। ফলে আজ আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নয়টি ভাটায় অভিযান পরিচালনা করেছি। এ সময় সাড়ে ১৭ লাখ টাকা জরিমানা করেছি। তিনি আরও বলেন, ‘ইটভাটা পরিচালনা না করা এবং ইট তৈরিতে অবৈধভাবে মাটি ও কাঠের ব্যবহার না করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। আমরা পর্যায়ক্রমে সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করবো।