পাইকগাছার অগ্নিদগ্ধ শিশু মরিয়াম বাঁচাতে চায়

প্রকাশঃ ২০২৩-০১-২১ - ২১:০১

পাইকগাছা প্রতিনিধি : “মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি পেতে পারে না ও বন্ধু” আপনার আমার সহোযোগীতায় সুস্থ্য জীবন ফিরে পেতে পাবে অগ্নিদগ্ধ শিশু মরিয়াম। এ জন্য দরিদ্র অসহায় পিতা-মাতা মরিয়ামের চিকিৎসায় আর্থিক সহযোগিতা জন্য সংসদ সদস্য থেকে শুরু করে ইউপি চেয়ারম্যান-মেম্বর,ব্যবসায়ী সহ সমাজের বিত্তবান মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন করেছেন দরিদ্র লিটন-মমতাজ দম্পতি। টাকার আভাবে মরিয়াম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সে খুলনা জেলার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের দরগামহল গ্রামের লিটন গাজী-মমতাজ দম্পত্তির কন্যা সন্তান। দুই ভাইাবোনের মধ্যে মরিয়াম বড় ৷অন্য শিশুদের মত সেও হাঁসি-খুশিতে আনন্দে উচ্ছাসিত ছিল। দরিদ্র পিতা-মাতার স্বপন্ পুরনে ছোটবেলা থেকে মরিয়ামের কুরআনের হাফেজ বানানোর ইচ্ছা ছিল ৷ হচ্ছে অনুযায়ী মেয়েকে প্রায় ৬ মাস পূর্বে তালা উপজেলার জেঠুয়া হাফেজিয়া মহিলা মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়। পারিবারিক সুত্র জানায়,এ মাদরাসায় মরিয়াম ভালভাবে কুরআন শিক্ষা গ্রহণ করছিলেন। কিন্তু প্রায় ২১ দিন পূর্বে বিধি বাম হয়ে দাড়ায়। জানাগেছে, সকাল বেলায় মরিয়াম মাদরাসায় রান্না করার সময় সহপার্টিদের সাথে সে চুলার পাশে বসে আগুন পোহানোকালে হঠাৎ আগুনের অগ্নিশীখা তার গাঁয়ের চাদরে লাগে। আগুন মুহুর্তেই পরিধেয় বস্ত্র, মাথার চুল সহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে সে অগ্নিদগ্ধ হয়। তাৎক্ষনিক ভাবে মাদ্রাসার শিক্ষক ও স্থানীয়দের সহায়তায় আহত মরিয়ামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ব্যয় বহুল চিকিৎসায় দরিদ্র পরিবারের পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ হাসপাতালে মরিয়াম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। চিকিৎসদের পরামর্শ মতে আহতের পরিবার জানান,যদি মরিয়ামের অপারেশন ও সার্জারি করা হলে সে স্বাভাবিক হয়ে উঠতে পারে। অপারেশন ও সার্জারি ঔষধপত্র সহ খরচ হতে পারে ৩ থেকে ৪ লাখ টাকা। কিন্তু দরিদ্র পিতা-মাতা এ মুহুর্তে হতবাক! যেখানে নূন আনতে পান্তা ফুরায় সেখানে এত টাকা জোগাড় করা স্বপ্নের চাঁদের মত। সন্তানের জন্য দোয়া-আর্শীবাদ কামনা করে দরিদ্র পিতা-মাতা মেয়ের চিকিৎসায় সরকারী-বেসরকারী ভাবে,জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা-কর্মী ও সমাজের বিত্তবানদের কাছে অর্থ সহয়তা কামনা করেছেন। যোগাযোগর ঠিকানা ঃ হাফেজ মাওলানা মোঃ শফিকুল ইসলাম (মামা) বিকাশ,নগত ,রকেট ০১৯১৬৪২০২২৩