পাইকগাছার গদাইপুরের আ’লীগ প্রার্থীর মনোনয়ন পত্র জমা 

প্রকাশঃ ২০২১-০৩-১৮ - ১৯:১৬
পাইকগাছা প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন -২০২১ বাংলাদেশ অাওয়ামীলীগ মনোনীত প্রার্থী প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র উত্তোলন ও জমাদানের শেষ দিনে পাইকগাছার ১০  ইউনিয়নের চেয়ারম্যান মেম্বর, সংরক্ষিত মহিলা মেম্বর পদে প্রতিদন্দীতাকারী প্রার্থীরা ব্যাপক উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র জমাদিতে দেখা গেছে। তারি ধারাবাহিকতায় উপজেলার গদাইপুর ইউনিয়নের নৌকার মাঝি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ জিয়াদুল ইসলাম জিয়া দলীয় নেতা-কর্মি ও সমার্থকদের নিয়ে বৃহঃবার দুপুরে দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং অফিসার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ এর কার্যালয়ে মনোনয়ন পত্র জমাদেন। এসময় শেখ জিয়াদুল ইসলামের সাথে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও বিএমএর দপ্তর সম্পাদক অধ্যপক ড. শেখ মোহঃ শহীদ উল্লাহ, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, আ’লীগ নেতা ইকবাল হোসেন খোকন, সৈয়েদ আলী সরদার, যুবলীগ নেতা এম এম আজীজুল হাকিম, শেখ রুহুল কুদ্দুস, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি সহ বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মি ও সমার্থকদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতততে মাল্যদান করেন শেখ জিয়াদুল ইসলাম জিয়া।