পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার গড়ইখালী আবাসন প্রকল্পে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ১০টি ঘর সম্পূর্ণ এবং ১০টি ঘর আংশিক ও অন্যান্য মালামাল ও আসবাবপত্র পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। আ’লীগনেতা ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল ও গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গড়ইখালী বাজার সংলগ্ন শিবসা নদীর ধারের আবাসন প্রকল্পে রান্নার চুলার পাশে রাখা গ্যাস সিলেন্ডার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে। পরে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও এরমধ্যে ১০টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ ছাড়া ১০টি ঘরের আংশিক পুড়ে যায়। ২০টি পরিবারের বিভিন্ন মালামাল ও আসবাবপত্র পুড়ে ১০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে প্রাথমিক ধারণা করা হচ্ছে বলে ইউপি চেয়ারম্যান জানিয়েছেন।