পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ গড়ইখালী আশ্রয়ন প্রকল্প পরিদর্শন ও ক্ষতিগ্রস্থদের ত্রাণ এবং আর্থিক সহায়তা প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। তিনি বুধবার বিকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারের খোঁজ খবর নেন। পরিদর্শন শেষে আশ্রয়ন প্রকল্প মাঠে ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাসের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে ক্ষতিগ্রস্থ ১০ পরিবারকে ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে আশ্রয়ন প্রকল্পের গৃহ সংস্কার, প্রতিরক্ষা বাঁধ নির্মাণ, প্রতিটি পরিবারকে দুই বান্ডেল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা ও একটি করে সোলার প্যানেল প্রদান করার আশ্বাস দেন। এ সময় আ’লীগনেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে তিনি গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি নূরুল হককে প্রাণঢালা অভিনন্দন জানানো হয়। পরিচালনা পর্ষদের সভাপতি গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আ’লীগনেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী, আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, প্রধান শিক্ষক মধুসূদন মন্ডল, রাজিব বাছাড়, আদিত্য নারায়ন, আ’লীগনেতা এসএম আয়ুব আলী, আজমল হোসেন, মহাশীষ। বক্তব্য রাখেন, যুবলীগনেতা শেখ সোহরাওয়ার্দ্দী, শেখ মাসুদুর রহমান, জগদীশ চন্দ্র রায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মশিয়ার রহমান, ইউপি সদস্য রেজাউল করিম, আব্দুস সালাম কেরু, শহীদুল ইসলাম, কাজল রানী বর্মণ, নাসরিন মন্টু, আসিফ ইকবাল রনি, ছাত্রলীগনেতা আনোয়ার হোসেন, জুবায়ের হোসেন, ফিরোজ আহম্মেদ, সৈকত, হাবিবুর রহমান, রাজিকুজ্জামান সুমন, শিক্ষার্থী মাসুদ রানা, জয়ন্ত সরকার ও মেহবুবা। অনুষ্ঠানে এমপি নূরুল হক প্রতিষ্ঠানের উন্নয়নে নতুন সম্প্রসারিত ৪ তলা ভবন, আধুনিক শহীদ মিনার, সিমানা প্রাচীর নির্মাণ, পুকুর সংরক্ষণ ও প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীকে স্কুল পোশাক প্রদানের প্রতিশ্র“তি দেন।