পাইকগাছায় অবৈধ কয়লা চুল্লি বন্ধ করায় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি

প্রকাশঃ ২০২১-০৩-১৫ - ২১:৩০
আসাদ ইসলাম, পাইকগাছা : পাইকগাছায় একের পর অবৈধ কয়লা তৈরীর চুল্লি গড়ে ওঠায় পরিবেশ বিপর্যয় তৈরি হচ্ছে। এবিষয়ে বিভিন্ন পত্রিকায় একাধিকবার সংবাদ প্রকাশিত হলে এবং স্থানীয় জনগনের অভিযোগের প্রেক্ষাপটে জেলা প্রশাসক খুলনার নির্দেশনায় উপজেলা প্রশাসন অবৈধ কয়লা চুল্লী বন্ধে অভিযানে পরিচালনা করেন। ফলে পাইকগাছার চাঁদখালীর অবৈধ কয়লা তৈরীর কারখানা বন্ধ করে দেওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক কে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় থানায় জিডি হয়েছে। প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধায়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক ফায়ার সার্ভিস, পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় গত বৃহস্পতিবার উপজেলার মাহমুদকাটী ও চাঁদখালীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরীর কারখানা পরিচালনার মাধ্যমে এলাকার পরিবেশ দুষণ করার অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হক চাঁদখালীতে অবৈধ গড়ে উঠা ৬টি কয়লা তৈরীর চুল্লি বন্ধ করে দেন।
প্রশাসনের এমন অভিযানে এলাকার সর্বস্তরের মানুষ সাধুবাদ জানালেও মেনে নিতে পারেনি কতিপয় ব্যক্তিরা। অভিযান শেষে ফেরার সময় পথিমধ্যে ০১৮৩৭-৫২৭২১৯ ও ০১৬৮৬-৩৯৫০০৭ নং দুটি নাম্বার থেকে শহীদ গাজী নামে জনৈক ব্যক্তি কয়লা চুল্লির মালিক পরিচয় দিয়ে কেন চুল্লি বন্ধ করা হলো মর্মে শাহরিয়ার হকের নিকট জানতে চান। এবিষয়ে কথা বলার জন্য উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করার কথা বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরের দিন ১২ মার্চ সন্ধ্যার দিকে ০১৭১২-৮৮৫৯১৩ ও ০১৪০১-১৭৫০১৫ নং দুটি নাম্বার থেকে ফোন দিয়ে এসিল্যান্ড শাহরিয়ার হকের নিকট আক্রমনাত্মক ভাষায় কেন চুল্লি নষ্ট করা হলো এবং কার নির্দেশে এটি করা হলো জানতে চায়, পাশাপাশি এলাকার সকল চুল্লি ধ্বংস করা না হলে এসিল্যান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিবে মর্মে হুমকি প্রদান করেন। এ ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক পাইকগাছা থানায় সাধারণ ডায়েরী করেছেন।
যার নং- ৭১২, তাং- ১২/০৩/২০২১ ইং। এ ব্যাপারে অফিসার ইনচার্জ এজাজ শফী জানান, মোবাইল নম্বর অনুসরণ করে হুমকি দাতাদের খোঁজা হচ্ছে। আশা করছি খুব দ্রুত গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, অবৈধভাবে গড়ে ওঠা কয়লা তৈরীর সকল চুল্লী ধ্বংস করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।