পাইকগাছায় আদালতের রায় উপেক্ষা করে সম্পত্তি দখলের চেষ্টা

প্রকাশঃ ২০১৯-০৯-২৭ - ১৩:২৮

পাইকগাছা প্রতিনিধি : পুরুষ লোক বাড়িতে না থাকার সুযোগে উচ্চ আদালতের রায় ও ডিক্রি অমান্য করে ধান রোপনের চেষ্টাকালে প্রতিপক্ষের হামলায় এক মহিলা গুরুতর আহত হয়েছে। খুলনার পাইকগাছার গড়ইখালীর কুমখালী মৌজায় এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে দিলিপ সানা ২০/২৫জন লোক নিয়ে সঞ্জীব ঢালীদের দখলীয় সম্পত্তিতে ধানের চারা রোপন করতে যায়। সঞ্জীব ঢালীদের বাড়ীতে পুরুষ লোক না থাকায় তার বোন সুপ্রিয়া ঢালী প্রতিপক্ষ দিলিপ সানাদের ধান রোপনে বাঁধা দেয়। এ সময় তাদের হামলায় সুপ্রিয়া ঢালী গুরুতর আহত হয়। আহতকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য, কুমখালী মৌজায় ৫০ বিঘা সম্পত্তি নিয়ে সঞ্জিব ঢালীর সাথে ও প্রতিপক্ষ দিলিপ সানা ও ধীমান বৈদ্যদের দীর্ঘ দিন আদালতে মামলা চলে আসছে। খুলনা জেলা ৪র্থ জজ আদালত উক্ত মামলায় দখলভিত্তিক স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। কিন্তু প্রতিপক্ষ দিলীপ সানা ও ধীমান বৈদ্যরা আদালতের আদেশ অমান্য করে সম্পত্তি জবর দখলের জন্য দীর্ঘদিন পাঁয়তারা করে আসছে। এ ব্যাপারে সম্প্রতি উপজেলা নির্বাহী আদালত থেকে উক্ত সম্পত্তিতে প্রতিপক্ষের বিরুদ্ধে ১৪৪ ধারার বিধান মতে এম.আর ২০৮/১৯ নং মামলা দায়ের রয়েছে।