পাইকগাছায় আ’লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২৩-০২-১২ - ১১:০৯

পাইকগাছা : বিএনপি জামায়াতের দেশী বিরোধী ষড়যন্ত্র চিরতরে বন্ধ করতে অগ্নিসন্ত্রাস, অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও শান্তির বার্তা দেশময় ছড়িয়ে দিতে খুলনার পাইকগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসদরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে পৌর আওয়ামলীগ ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৌরসভা চত্ত্বরে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি এড. সোহরাব আলী সানা। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ প্রেমকুমার মন্ডল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ¦ শেখ রাশেদুল ইসলাম রাসেল, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সমীরণ সাধু, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান মোড়ল। প্রধান বক্তা ছিলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু। পৌর আ’লীগের সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল এর পরিচালায় সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, ইঞ্জিঃ মেহেদী হাসান, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, কাউন্সিলর কবিতা দাশ, আব্দুল গফফার মোড়ল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, প্রভাষক মশিউর রহমান, যুবলীগনেতা শেখ মাসুদুর রহমান, প্রণব কান্তি মন্ডল, গৌরাঙ্গ মন্ডল, দীপংকর মন্ডল, আসিফ ইকবাল রনি, মিজানুর রহমান, এড, শিবু প্রসাদ সরকার, মাহাফুজুল হক কিনু, সুজন রায়, সাংবাদিক বি সরকার, তাঁতীলীগের উপজেলা সভাপতি দেবব্রত রায় দেবু, মহিলা আ’লীগের নাজমা কামাল, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শেখ জুলি, শেখ রাজু আহমেদ, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাশারুল ইসলাম বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী, সাধারণ সম্পাদক ফাইমিন সরদার, ছাত্রলীগনেতা সাব্বির হোসেন, রায়হান পারভেজ রনি, পৌর ছাত্রলীগের সভাপতি আবির আক্তার আকাশ ও সাধারণ সম্পাদক আরিফ আহমেদ জয়। সমাবেশ শেষে একটি শান্তি মিছিল পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া উপজেলার ১০টি ইউনিয়নে পৃথক পৃথক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।