পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার বিভিন্ন অঞ্চলে চিংড়ী ঘেরে লবন পানি উঠানো বন্ধ করায় উপজেলা চিংড়ী চাষি সমিতির নেতৃবৃন্দ ইউএনও ‘র সাথে মতবিনিময় করেছেন। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দীকি কার্যালয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর,জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, ছিলেন চিংড়ী চাষী সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, জি এম মিজানুর রহমান মিজান, এসএম বাবুল আক্তার ও দাউদ শরীফ প্রমুখ। চিংড়ী চাষীরা পানি তুলে মৎস ঘের করার কারণে কেয়ারের রাস্তা ও ওয়াপদার রাস্তা ক্ষতিসাধন হওয়ায় কতৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়ে মাইকে প্রচার করেন বলে জানান। তবে বিষয়টি কিভাবে সুষ্টু সমাধান করা যায় এব্যাপারে আগামী শনিবার আবারও সভা আহবান করেছেন উপজেলা নির্বাহী অফিসার।