পাইকগাছায় ঈশ্বরী এ্যান্ড শ্লোক লিঃ পানির প্লান্টের উদ্বোধন

প্রকাশঃ ২০২১-০২-০১ - ১৭:৩৯

আসাদুল ইসলাম, পাইকগাছা: মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে ও দেশকে এগিয়ে নিতে কৃষিকে অগ্রাধিকার দিয়ে কৃষি বিপ্লব ঘটাতে হবে। মাটি, মানুষ ও গাছের জন্য সুপেয় পানির ব্যবস্থায় লবন পানি মিষ্টি করার জন্য পাইকগাছার দক্ষিন কুমখালীতে ঈশ্বরী এ্যান্ড শ্লোক লিঃ পানির প্লান্টের উদ্বোধন কালে জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল তার বক্তব্যে উপরুক্ত কথা বলেন।

এ পানি দিয়ে একই জমিতে তিনটি ফসল উৎপাদন করতে পারবে বলে ঈশ্বরী এ্যান্ড শ্লোক লিঃ চেয়ারম্যান ইজ্ঞঃ নভঃ জ্যোতি রায় ভিডিও কনফারেন্স বলেন। ১৫ লক্ষ টাকা ব্যায়ে এ প্লান্টের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন খুলনা জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ইজ্ঞিঃ প্রেম কুমার মন্ডল। ঈশ্বরী এ্যান্ড শ্লোক এর ব্যবস্থাপনা পরিচালক প্রীতিষ কুমার মন্ডলের সার্বিক পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কয়রা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, গড়ইখালী ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান ও লবন পানি বিরোধী কৃষি আন্দোলনের নেতা রুহুল আমিন বিশ্বাস, ইউপি সদস্য মহাশীষ সরদার, আ’ লীগ নেতা শান্ত কুমার মন্ডল, যুবনেতা তরিকুল ইসলাম, কামরুল ইসলাম গাইন, অালীগ নেতা গাজী মিজান, ইউপি সদস্য অাঃ সালাম কেরু, গাউসুল বিশ্বাস, শফিকুল বিশ্বাস প্রমুখ।