পাইকগাছা, খুলনা : পাইকগাছা উপজেলা প্রশাসন আয়োজিত তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা দ্বিতীয় দিনেও ছিল দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। প্রতিদিনের ন্যায় দ্বিতীয় দিনেও মেলায় ছিল নিয়মিত আয়োজন, স্টল পরিদর্শন, আলোচনা সভা, প্রবন্ধ উপস্থাপন, প্রামাণ্য চিত্র প্রদর্শন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্বিতীয় দিন শুক্রবার হওয়ায় সকালের দিকে দর্শনার্থীদের উপস্থিতি প্রথম দিনের চেয়ে একটু কম ছিল। তবে দুপুরের পর হতে ধীরে ধীরে বাড়তে থাকে দর্শনার্থীদের সংখ্যা। সন্ধ্যার দিকে মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় পরিলক্ষিত হয়। এবারের মেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় অর্ধশত স্টল স্থান পেয়েছে। প্রত্যেকটি স্টলে তুলে ধরা হয়েছে বর্তমান সরকারের সাফল্য ও অর্জন। মেলার দ্বিতীয়দিনে স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) সংশ্লিষ্ট বিভাগের কর্মচিত্র সম্বলিত সরকারের সাফল্য ও অর্জন তুলে ধরে প্রকাশ করেছে বিশেষ নির্দেশিকা। মেলায় অন্যতম আকর্ষণ হচ্ছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন। অত্যাধুনিক ধান কাটা এ মেশিন নজর কেড়েছে দর্শনার্থীদের। কৃষি উন্নয়ন কর্পোরেশন বোয়ালিয়ার সিনিয়র সহকারী পরিচালক মুহাঃ কামাল উদ্দীন মোল্লা জানান, এ ধরণের অত্যাধুনিক ধানকাটা মেশিন এটিই এলাকায় প্রথম। এ মেশিন দিয়ে মাঠ বা ক্ষেত থেকেই ধান কর্তন ও মাড়াই করা যায়। ধান ও খড় ক্ষেত থেকেই পৃথক করা যায় এ জন্য মেশিনটি সাধারণ কৃষকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশির ভাগ স্টলে ব্যানার, ফেস্টুন, লিপলেট ও বিভিন্ন প্রকাশনার মাধ্যমে উন্নয়ন চিত্র তুলে ধরা হয়েছে। আবার কিছু কিছু স্টলে জীবন্ত ও দৃশ্যমান কর্মকান্ড তুলে ধরা হয়েছে। যেমন- কৃষি বিভাগের স্টলে প্লট আকারে তুলে ধরা হয়েছে তাদের কর্মকান্ড। মৎস্য দপ্তরে স্টলেও কাঁকড়া চাষের জীবন্ত চিত্র তুলে ধরা হয়েছে। একইভাবে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের স্টলে তুলে ধরা হয়েছে উপকূলীয় অঞ্চলের বিলুপ্ত প্রায় ও সম্ভাবনাময় চিত্রা মাছের প্রদর্শনী। উপজেলা শিক্ষা অফিসের স্টলটিও ছিল নজর কাড়ার মত। ফুল দিয়ে সাজানো হয়েছে স্টলের সামনে। আবার উপকরণ দিয়ে তুলে ধরা হয়েছে শিক্ষা কার্যক্রমের বিভিন্ন দিক ও চিত্র। পাইকগাছা কলেজ ও ফসিয়ার রহমান মহিলা কলেজের স্টলে তারুণ্যের উচ্ছ্বাসও ছিল দেখার মত। সরকারের সাফল্য ও উন্নয়ন মেলাকে ঘিরে মেলায় স্থান পাওয়ায় সাংবাদিক আব্দুল আজিজের “দৃশ্যমান উন্নয়ন” কবিতাও ছিল আলোচনার কেন্দ্র বিন্দু। কবিতাটি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও উপকূল সাহিত্য পরিষদের স্টলে প্যানা আকারে স্থান পেয়েছে। কবিতার মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকারে বিশেষ ১০টি উদ্যোগ। সব মিলিয়েই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গভীর রাত পর্যন্ত জমজমাট ছিল উন্নয়ন মেলার দ্বিতীয় দিন।