পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় একাধিক অপরাধের বিভিন্ন মামলার আসামী স্বপন মন্ডল গংদের হুমকিতে একটি ব্যবসায়িক পরিবার সংকিত রয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ী আবুল হোসেন গাজী আইনী ব্যবস্থা গ্রহণের অপেক্ষায় রয়েছেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার দেলুটির জিরবুনিয়াতে স্থানীয় হরিপদ মন্ডলের ছেলে স্বপন মন্ডল গংরা জায়গা জমি সহ স্থানীয় বিরোধের জেরে ঘের ব্যবসায়ী আবুল হোসেন গাজী অভিযোগ করেছেন, আমাকে মিথ্যাভাবে জল ও বন দস্যুর কথিত অভিযোগ তুলে স্বপনরা বিপদে ফেলার চেষ্টা করছে। এ ঘটনাকে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে আইনী ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন। সূত্র জানিয়েছেন, জায়গা জমির বিরোধ নিয়ে ব্যবসায়ী আবুল হোসেনকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হচ্ছে। তবে স্বপন ব্যবসায়ী আবুল হোসেনের অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে, মারপিট, চাঁদাবাজী ও হত্যা চেষ্টার অভিযোগে জিরবুনিয়র মৃত কেষ্টপদ মন্ডলের ছেলে ব্রজেন মন্ডলের থানায় দায়ের করা মামলায় পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানিয়েছেন, ৭ অক্টোবর’১২ তারিখে স্বপন গংদের বিরুদ্ধে ব্রজেন মন্ডল থানায় মামলা করেন, যার নং- ১২। এ মামলায় পর পর দু’পুলিশের তদন্ত কর্মকর্তা এস,আই পলাশুর রহমান ও সিরাজুল ইসলাম তদন্ত শেষে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় স্বপন, তার ভাই তপন, অভিজিত সহ সংশ্লিষ্ট আসামীদের বিরুদ্ধে ফৌজদারী দন্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৮৫, ৩৮৬, ৩৭৯, ৫০৬ ধারায় ২০১৩ সালের ৩০ জানুয়ারিতে আদালতে ০৯/১৩ নং অভিযোগপত্র দাখিল করেন। এ মামলাটি বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।