পাইকগাছায় কাজের বিনিময়ে নগদ অর্থ বিতরণ

প্রকাশঃ ২০২৩-০৪-০৭ - ১৫:৫১

পাইকাছা অফিস : পাইকগাছায় দেলুটি ইউনিয়নে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় ৬নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বাস্তবায়নে ৩ হাজার ১’শ ফুট রাস্তা মেরামত করা হয়েছে। কাজের বিনিময়ে নগদ অর্থ কর্মসূচির মাধ্যমে কালীনগর কলেজ হতে রাজারামের বাড়ি পর্যন্ত মাটির এ রাস্তা মেরামত ও উঁচু করা হয়। এ কাজে মোট ১২৪ জন সুবিধা ভোগী করার তাদের মাঝে উপকারভোগীর মাঝে নগদ ৩ লাখ ৮৫ হাজার ৫শ’ টাকা প্রদান করা হয়।

দারুণ মল্লিক মাধ্যমিক বিদ্যালয় সভাকক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে উপকারভোগীর মাঝে এসকল নগদ অর্থ প্রদান করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন কুমার মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাব্লিউ ডিএমসি সভাপতি ও ইউপি সদস্য পলাশ রায়।

এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিট এর কর্মকর্তা তরিকুল ইসলাম, প্রোগ্রাম অফিসার মোঃ জহিরুল ইসলাম, হিসাব ও প্রশাসন কর্মকর্তা মোনালিসা রুপা, মোঃ শাহাদাৎ হোসেন রানা, মালতি মন্ডল, লতিকা মন্ডল, ঋতু গোলদার, প্রতিমা ঢালী, শিমুল কান্তি মন্ডলসহ অন্যান্য সদস্যবৃন্দ, নিতীশ রায়, প্রসেনজিৎ মন্ডল মিঠু, রউফ গাজী, সঞ্জয় মন্ডল, রথিন রায়, নিপা মন্ডল, অনুপ বিশ্বাস, শিলা মন্ডল ও সিপিপির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ৩১শ’ ফুট দৈর্ঘ্য, ৮ ফুট প্রস্থ ও গড়ে ২ ফুট উচ্চতার রাস্তাটি এলাকার জনগণের চলাচলের জন্য উপযোগী হওয়ায় এলাকার জনগণ খুব খুশি। দুর্যোগ ঝুঁকি হ্রাসে ও যোগাযোগ তৈরীতে রাস্তাটি কার্যকরী ভুমিকা রাখবে বলে মনে করেন স্থানীয় জনগন। এছাড়া শিক্ষার্থীদের কলেজে ও বিদ্যালয়ে যাতায়াত এবং এলাকার জনগণের ইউনিয়ন পরিষদসহ জেলা সদরে যাতায়াতে রাস্তাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।