পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় গভীর রাতে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান। তিনি মঙ্গলবার সারাদিন অফিসিয়াল কাজ শেষে নিজের সকল ক্লান্তি ভুলে গিয়ে গভীর রাতে ছুটে যান পৌরসভার বস্তি পল্লিতে। সঙ্গে করে নিয়ে যান কিছু শীতবস্ত্র। পৌরসভার শিববাটী বস্তিপল্লীতে পৌছে খোঁজ খবর নেন বস্তিবাসীর। খুঁজে খুঁজে বের করেন দুস্থ ও অসহায় ব্যক্তিদের। একান্ত ভাবেই তিনি প্রতিটি মানুষের সাথে কথা বলে তাদের খোঁজ খবর নেন। এ সময় তিনি প্রকৃত দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র হিসাবে বিতরণ করেন কম্বল। গভীর রাতে আকষ্মিক ইউএনও’কে বস্তিপল্লীতে দেখে হতবাক হন বস্তিবাসী। প্রচন্ড শীতের মাঝে শীতবস্ত্র হিসাবে একখানা করে কম্বল পেয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করে বৃদ্ধা ফাতেমা, জামেলা ও আফিরণ বেগম বলেন, আমরা কখনো কল্পনা করিনি এতরাতে ইউএনও স্যারকে এভাবে আমাদের মাঝে পাইবো। আল্লাহ উনার ভাল করুক। এমন মহৎ উদ্যোগের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ইউএনও’কে ভূয়সী প্রশংসা করে মন্তব্য করেন লোনাপানি কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ সহ অনেকেই। কম্বল বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও মোঃ সাইফুল ইসলাম।