পাইকগাছা : পাইকগাছায় অভিনব কায়দায় গাঁজা বিক্রি কালে ২ জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত হলেন সোলাদানা ইউনিয়নের নায়েবখালী গ্রামের মৃত অমূল্য সরদারের ছেলে যুগোল সরদার (৪৩) এবং কার্তিক সরদারের ছেলে প্রহলাদ সরকার (৪০)। থানার এস,আই অনিশ মন্ডল, এএসআই গোপাল, ইব্রাহীম, পুলিশ সদস্য হেলাল খান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার রাত ১০ টার দিকে সোলাদানার ইউপির সুধির সরকারের ঘেরের বাঁশার ওয়াবদার রাস্তার উপরে বিক্র কালে চানাচুরের প্যাকেটে মুড়ানো ১০ গ্রাম গাজা সহ ২জনকে আটক করে এবং আজিজুল গাজী নামে একজন পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে ওসি এমদাদুল হক শেখ জানিয়েছেন।