পাইকগাছা : পাইকগাছায় গোয়াল ঘর আগুনে পুড়ে যাওয়ার ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দেলুটি ইউনিয়নের মধুখালী গ্রামে। থানার অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার মধুখালী গ্রামের মৃত অনিল বৌরাগীর ছেলে প্রশান্ত বৈরাগীর গোয়াল ঘরে গত শুক্রবার গভীর রাতে কে বা কাহারা আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় পার্শবর্তী লোকজন দেখতে পেয়ে তাদের ডাক চিৎকারে জড়ো হলেও ঘর পুড়ে ছাই হয়ে যায়। অভিযোগকারী প্রশান্ত বৈরাগী জানিয়েছেন, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। ওসি এমদাদুল হক শেখ জানিয়েছেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে আমার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।