পাইকগাছায় চক্ষু শিবির অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৭-০৬-১৩ - ১৬:৫২

স্নেহেন্দু বিকাশ, পাইকগাছাঃ পাইকগাছায় গদাইপুর সমৃদ্ধ কর্মসূচির আওতায় আরআরএফ-এর উদ্যোগে মঙ্গলবার চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। খুলনার শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতালের ৪জন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সংস্থার নিজস্ব কার্যালয়ে সকাল ১০টায় ১৬০ জন চক্ষু রোগীকে চিকিৎসা দিয়েছেন। চোখে ছানিপড়া ২৬জনকে উক্ত হাসপাতালে অপারেশনের জন্য নেয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব সংস্থার ব্যবস্থাপক রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপ-পরিচালক শামীম উদ্দীন খান। বক্তৃতা করেন, গদাইপুর ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, এখলাছুর রহমান, শেখ আরিফুর রহমান প্রমুখ।