পাইকগাছায় ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে এমপি নূরুল হক

প্রকাশঃ ২০১৮-০১-০৬ - ২১:০৮

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনা-৬ পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক বলেছেন, ছাত্রলীগ হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ঐতিহ্যবাহী একটি সংগঠন। ছাত্রলীগের রয়েছে গৌরব উজ্জ্বল ইতিহাস। ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে, ৬৬’র ৬ দফা, ৬৯’র গণ অভ্যুত্থান, ৭০’র নির্বাচন, ৭১’র মহান মুক্তিযুদ্ধ সহ স্বাধীনতাত্তোর দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগের ভূমিকায় ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে হাটি হাটি পা করে সংগঠনটি এ বছর পালন করছে ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী। বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে এমপি নূরুল হক বলেন, অতিতের ন্যায় আগামীতেও জঙ্গী, সন্ত্রাসবাদ ও বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে সুখী সমৃদ্ধিশালী উন্নত বাংলাদেশ গঠনে ছাত্রলীগ ভূমিকা রাখবে। তিনি বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্য দেশের প্রতিটি মানুষের কাছে পৌছে দেয়ার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামীলীগকে বিজয়ী করতে ছাত্রলীগ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। তিনি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে ছাত্রলীগের গৌরব উজ্জ্বল ঐতিহ্য ধরে রাখার জন্য সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি শনিবার বিকালে পৌরসভা মাঠে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাইকগাছা উপজেলা ছাত্রলীগ আয়োজিত বিশাল ছাত্র জনতা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মশিয়ার রহমানের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন, খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদার। প্রধান বক্তা ছিলেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন। বিশেষ অতিথি ছিলেন, আ’লীগনেতা গাজী রফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক মলঙ্গী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, আ’লীগনেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, রতন কুমার ভদ্র, বিজন বিহারী সরকার, সরদার গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, জেলা পরিষদ সদস্য নাহার আক্তার, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক পাঠাগার সম্পাদক ফরহাদুজ্জামান তুষার, যুবলীগনেতা শেখ রাশেদুল ইসলাম রাসেল, শেখ আনিছুর রহমান মুক্ত। বক্তব্য রাখেন, কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক আল-আমিন হাসান, ডুমুরিয়ার সহ-সভাপতি জুরায়ের হোসেন সুমন, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুবলীগনেতা শেখ মাসুদুর রহমান, প্রণব কান্তি মন্ডল, পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হেমেশ চন্দ্র মন্ডল, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, শেখ আবুল কালাম আজাদ, এসএম আমিনুর রহমান লিটু, দিপংকর মন্ডল, মৃণাল কান্তি বাছাড়, মিজানুর রহমান, সঞ্জয় ঘোষ, আসিফ ইকবাল রনি, মাসুদ পারভেজ রাজু, রায়হান পারভেজ রনি, মনোজ মন্ডল, রমজান সরদার, আজমল হোসেন বাবু, শরিফুল ইসলাম, রফিকুল ইসলাম রফিক, তানভীর রহমান আকাশ, শুভ সেন, বায়েজিদ হোসেন, খালিদ হোসেন, গাজী নাজির, শাহীন আলম, কবিরুল ইসলাম, আব্দুর রহমান ও শাহআলম। অনুষ্ঠান পরিচালনা করেন, যুবলীগনেতা জগদীশ চন্দ্র রায় ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আমিনুর রহমান লিটু।