পাইকগাছায় ছিন্নমূল, আশ্রয়হীন, ভূমিহীনদের নিয়ে চলছে বিভিন্ন ধরণের নাটক

প্রকাশঃ ২০২০-০৮-২৫ - ২০:২৬

পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় বুলবুল-আম্ফানে বিধ্বস্ত জনগোষ্ঠি ও ছিন্নমূল, আশ্রয়হীন, ভূমিহীনদের নিয়ে চলছে বিভিন্ন ধরণের নাটক। তাদেরকে পুঁজি করে বিত্তশালীরা রাজনৈতিক খেলায় উন্মত্ত হয়ে গেছে। এদের স্বার্থ রক্ষার চেয়ে নিজেদের প্রভাব খাটানোকে প্রধান্য দিচ্ছে ঐ মহল।
সরেজমিনে তথ্যানুসন্ধানে জানা যায়, পাইকগাছা উপজেলার বিভিন্ন এলাকা প্রলয়ংকারী ঘুর্ণিঝড় বুলবুল ও আম্ফানে প্লাবিত হওয়া জনগোষ্ঠিদের নিয়ে এলাকার প্রভাবশালীরা নিজেদের স্বার্থ রক্ষার কাজে নিমেছে। প্লাবিত হওয়া জনগোষ্ঠির দিকে না তাকিয়ে একে অপরের দোষ ধরতে বেপরোয়া হয়ে উঠেছে স্বার্থান্বেষীমহল। এলাকার তাদের কর্মকান্ডে অতিষ্ঠ হয়েঠে এই সমস্ত ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠি। এদেরকে পুঁজি করে কে কত টুকু স্বার্থ উদ্ধার করতে পারে তারই প্রয়াসে কাজ করছে প্রভাবশালীরা। এই গোষ্ঠি শুধুমাত্র প্লাবিত জনগোষ্ঠি নয়, ভূমিহীন ও আশ্রয়হীনদের নিয়েও তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলে ব্যস্ত রয়েছে। এমনই ক্ষোভ প্রকাশ করলেন গড়ইখালী ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের একাধিক প্রকল্পের বাসিন্ধারা। আশ্রয়ন প্রকল্পের পার্শ্ববর্তী চর ভরাটি এলাকার বাসিন্দা মজনু সানা বলেন, গত জলোচ্ছাসে আমার বাড়ী সংলগ্ন একটি পুকুরের বাঁধ ছাপিয়ে পানি ভিতরে প্রবেশ করে গড়ইখালী আশ্রয়ন প্রকল্প প্লাবিত হয়। আশ্রয়ন প্রকল্পের সুরক্ষা বাঁধ স্থানীয় সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু নিজস্ব অর্থায়নে নির্মাণ করেন। উক্ত বাঁধ না ভাঙ্গলেও এক শ্রেণীর প্রভাবশালী ব্যক্তিরা উক্ত বাঁধ ভেঙ্গে পানি ভিতরে প্রবেশ করেছে এমন প্রচার-প্রচারণায় ব্যস্ত রয়েছে। আমাদের সাংসারিক বা অন্য কোন ব্যবস্থা না করে তারা এলাকা প্লাবিতকে কেন্দ্র করে নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত রয়েছে। আমরা ত্রাণ চাই না আশ্রয়ন প্রকল্পের টেকসই বাঁধ চাই। আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা সুফিয়া বেগম (৪০) বলেন, এমপি সাহেব নিজের টাকা দিয়ে আমাদের আশ্রয়ন প্রকল্পের বেঁড়িবাঁধ দিয়েছেন এবং টেকসই বেড়িবাঁদের জন্য শুনেছি তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এক শ্রেণীর মানুষ আমাদের কথা চিন্তা না করে বেড়িবাঁধের কথা চিন্তা না করে নিজেদের স্বার্থের জন্য আমাদেরকে ব্যবহার করছেন। এটা কোন রাজনীতি জানি না। আমরা শুধু বলি আমাদের ত্রাণ দরকার নাই বসবাস করার জন্য আমাদের বেড়িবাঁধটা হোক। বৃদ্ধ আবুল হোসেন (৭৫) বলেন, কয়েকদিন আগে ফুঁসে ওঠা জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভাঙ্গে নাই। প্রকল্পের পাশে বসবাসরত মজনু সানা ও রমজান গাজীর লীজের বাঁধ ছাপিয়ে পানি আবাসন প্রকল্পে প্রবেশ করে প্লাবিত হয়েছে। আবাসন প্রকল্পের পানি সরবরাহের একটি কালভার্ট থাকলেও জনৈক প্রভাবশালী ব্যক্তি তা বন্ধ করে দিয়েছে। যে কারণে পানি সরবরাহ করতে পারছে না। আমরা দীর্ঘদিন ধরে শিবসা নদীর কোল ঘেষা আমাদের প্রকল্পের পার্শ্ব দিয়ে টেকসই বেড়িবাঁধের দাবী করে আসছি। কিছু দিন আগে এমনি সাহেব নিজের অর্থ দিয়ে কিছু কাজ করেছেন এবং টেকসই বেড়িবাঁধের ব্যবস্থা করছেন। আমাদের নিয়ে রাজনীতির শেষ কবে হবে জানি না। আবাসন প্রকল্পের বাসিন্দা অভিরোননেছা বলেন, আমাদের আশ্রয়হীন লোকদের নিয়েই যত রাজনীতি। আমাদের কথা কেউ চিন্তা করেন না। শুধুমাত্র আমাদের পুঁজি করে রাজনীতি করতে চান। আপনাদের মাধ্যমে আমাদের দাবী শিবসা নদীর কোলঘেষা এই আশ্রয়ন প্রকল্পে বসবাসরত মানুষের জন্য টেকসই বেড়িবাঁধ। গড়ইখালী ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম কেরু জানান, আশ্রয়ন প্রকল্পের টেকসই বেড়িবাঁধের জন্য খুলনা-৬ জাতীয় সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু নিজস্ব অর্থায়নে বেড়িবাঁধের কার্যক্রম শুরু করেছেন। বাকী কাজ এমপি সাহেবের নিজস্ব অর্থায়নে অচিরেই বেড়িবাঁধের কাজ শুরু হবে।