পাইকগাছা প্রতিনিধি : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা -৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র পক্ষ থেকে পাইকগাছার বিভিন্ন স্থানে পথচারী, পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী পাইকগাছার পৌরসভা, গদাইপুর, রাড়ুলী, চাঁদখালী, গড়ইখালী, লস্কর ও সোলাদানা ইউনিয়ানের বিভিন্ন স্থানের পথচারী, পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে এমপি বাবু’র পৃষ্ঠপোষকতায় শুকনা খাবার বিতরণ করেন উপজেলা ও পৌরসভার ছাত্রলীগের নেতৃবৃন্দ। ২৪শ প্যাকেট শুকনা খাবার বিতরণ কালে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের পার্থ প্রতিম চক্রবর্তী ও মাসুূদুর রহমান মানিক, পৌরসভার ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি, ছাত্রলীগের রাশেদুজ্জামান রাসেল, শাহিন শাহ বাদশা, তুহিন সরদার, অহিদুজ্জামান, রবিউল ইসলাম, মাহবুবুর রহমান নয়ন, রসুল গাজী, আব্দুর রহিম, দেলোয়ার, প্রান্ত ঘোষ শাহালম, জয়,আকাশ সহ অনেকে।