পাইকগাছায় জমি নিয়ে হামলা, ভাংচুর ও মারপিটের ঘটনায় থানায় মামলা

প্রকাশঃ ২০১৮-০২-০৪ - ২১:১০

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় বিরোধপূর্ণ বসত বাড়ীর জমি নিয়ে দখল-পাল্টা দখল, হামলা, ভাংচুর, মারপিটে মহিলা সহ ৮ জন আহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। রবিবারে প্রতিপক্ষদের বিরুদ্ধে এ মামলাটি করছেন টেংরামারীর অমল মন্ডলের ছেলে আহত অরুন কুমার মন্ডল, যার নং- ৬। এ মামলার আসামীরা হলেন, নিউটন মন্ডল ও তার পিতা সুধান্য মন্ডল, রাজিব মন্ডল ও তার পিতা পরিতোষ মন্ডল, সুজিত মন্ডল, রমেশ মন্ডল, বিশ্বজিত মন্ডল, কালিদাস মন্ডল, সঞ্জয় মন্ডল, বৈদ্যনাথ মন্ডল, ছায়া রাণী, বিউটি, সুভদ্রা, ললিতা সহ ১৬ ব্যক্তি। এ পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি বলে জানা গেছে। উল্লেখ, উপজেলার টেংরামারী গ্রামে এওয়াজ মূলে বসত বাড়ীর ১৬ শতক জমি নিয়ে মৃত ধীরেন্দ্রনাথ মন্ডলের ছেলে বিমল গং একই বাড়ীর মৃত পঞ্চরাম মন্ডলের ছেলে সুধান্য গংদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা ও অন্যদিকে সর্বশেষ গ্রাম্য আদালতে রায়ের পর বিমল, অরুন গংরা গত মঙ্গলবার সুধান্য গংদের দখলে থাকা সম্পত্তি দখল করে বাসা বাড়ী তৈরী করেন। এ ঘটনায় থানায় অভিযোগ হলে পুলিশশান্তিশৃংখলা রক্ষার্থে দু’পক্ষকে স্থিতিশীলতা বজায় রাখার নির্দেশ দেন। সুধান্য-পরিতোষ গংদের উদ্দেশ্য করে হাসপাতালে আহত অরুন গংরা অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে বাড়ীতে ঢুকে শনিবার সকালে নিউটন ও সুজিতের নেতৃত্বে দেশীয় অস্ত্র ও লাঠিশোটা নিয়ে হামলা চালিয়ে তাদের বাসা বাড়ী ভাংচুর করে। এ সময় বাঁধা দেয়ার চেষ্টা করলে অরুন, তাপস, অমল, বিমল মন্ডল, গৃহবধু শেফালী, সুশীলা, কণিকা ও শ্রীমন্তী আহত হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।