পাইকগাছায় জোর করে চিংড়ি ঘেরে পানি তোলার চেষ্টা

প্রকাশঃ ২০২৩-০২-০৯ - ১৫:২৩

পাইকগাছা : পাইকগাছায় জমির হারীর টাকা না দিয়ে জোরপুর্বক চিংড়ি ঘেরে পানি তোলার চেষ্টা’র অভিযোগ পাওয়া গেছে। উপজেলার লতার শংকরদানা স্লুইস গেট দিয়ে তেঁতুলতলা মৌজায় গদাইপুরের বোয়ালিয়া-হিতামপুরের সাঁধুখাদের জমিতে লবন পানি তোলার পাঁয়তারা চলছে। এ ঘটনায় জমির মালিকদের পক্ষে পুরাইকাটির মৃতঃ শ্যামাপদ সাধুর ছেলে পিযুষ কুমার সাধু থানায় অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ জানাগেছে, লতা ইউনিয়নের তেঁতুলতলা মৌজায় এস,এ ১৩৮ ও বি,আর,এস ৭১ নং খতিয়ানের ৩৩৪,২২৫,৮০ সহ বিভিন্ন দাগে ১৭ একর ৫২ শতক সম্পত্তি রয়েছে হিতামপুরের উত্তম সাধু,প্রশান্ত সাধু ও উদয় সাধু গংদের। এ জমিতে চিংড়ি ঘের করার জন্য সিলেমানপুরের মৃতঃ কোনাই মেড়লের ছেলে আঃ সামাদ মোড়ল জমির মালিক উত্তম সাধু, প্রশান্ত সাধু গংদের কাছ থেকে গত ২৩-১১-২০ তারিখে ৫৯৯ নং দলিলে ডিড করে মাছ চাষ শুরু করে। কিন্তু জমির মালিকদের মধ্যে উদয় সাধুর অভিযোগ ঘের মালিক আঃ সামাদ এ পর্যন্ত ৬ লক্ষ্য হারীর টাকা পরিশোধ না তালবাহনা করছেন। সে কারণে অনুপায় হয়ে লীজ দলিল বাতিল করে ঘের মালিকের নামে নোটিশ দেয়া হয়েছে। তিনি আরোও বলেন, ডিড বাতিলের খবর পেয়ে আঃ সামাদ ও তার পার্টনার আঃ রাজ্জাক ও সুজায়েত হোসেন তড়িঘড়ি করে স্লুইস গেট দিয়ে জমিতে লবন জল তোলার করছেন। এ বিষয়ে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, হারীর টাকা না দিয়ে জোরপুর্বক ঘের করার সুযোগ নেই। সে কারনে সমাধানের জন্য জমির মালিক ও ডিড মালিকদের ডাকা হয়েছে।