পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে সেমিনার সহ চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে। উপজেলা প্রশাসন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত। উপজেলা নির্বাহী অফিসার এ,বি,এম, খালিদ হোসেনের সভাপতিত্বে ও সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ প; কর্মকর্তা ডাঃ নিতীষ চন্দ্র গোলদার, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু,ওসি মো: এজাজ শফী। এ সময় বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা,স্কুল-কলেজের শিক্ষক সহ বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে অতিথিবৃন্দ ডিজিটাল বাংলাদেশ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতায় লস্কর সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন স্কুলের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরন করেন।