পাইকগাছা : পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে আজীবন সাজাপ্রাপ্ত সহ ৩ বছরের সাজাপ্রাপ্ত অন্য একজনকে আটক করেছেন। গত দু’দিনে ওসির নেতৃত্বে এ দু’জনকে আটক করা হয়। শুক্রবার রাতে উপজেলার বিরাশী থেকে জিআর-৫১৪/১৮ মামলায় আজীবন সাজাপ্রাপ্ত পালাতক বিরাশী গ্রামের মৃতঃ আজিজ মোড়লের ছেলে সাইফুল ইসলাম ও শনিবার রাতে এফ, সি, আর-আর-৫৪/ ৮ মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত উপজেলার শ্রীকন্ঠপুরের ইসহাক সরদারের ছেলে ইসলাম সরদারকে থানার এএসআই শেখ পলাশ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দু’জনকে আটক করেন। ওসি মোঃ এজাজ সফী জানান, পালাতক সাজাপ্রাপ্ত আসামীদের আটক করে আদালতে প্রেরন করা হয়েছে।