র্যালী ও মানববন্ধন কর্মসুচি পালিত- অভিযোগের তদন্তের নির্দেশ
স্নেহেন্দু বিকাশ, পাইকগাছাঃ পাইকগাছায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কমিশনার ড. নাসির উদ্দীন ৫৮ তম গনশুনানীতে মানুষের সেবায় সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দিয়েছেন। বুধবার সকালে পাইকগাছা উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে গনশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, নিজেদের সরকারী কর্মচারী উল্লেখ করে সরকারের লক্ষ্য উদ্দেশ্য পূরনে সামাজিক দায়বদ্ধতা, তথ্য সেবা প্রদান, সুশাসন নিশ্চিত করতে জনগনকে সচেতন করার জন্য দাপ্তরিক প্রধানদের নিয়মিত উন্মুক্ত গনশুনানী অনুষ্ঠান করার নির্দেশ প্রদান করেন। গনশুনানীতে শতাধিক ভুক্তভোগী ব্যক্তিসহ বিশিষ্টজন ভুমি, সেটেল্টমেন্ট, পল্লী বিদ্যুৎ, শিক্ষা, সাব-রেজিষ্টার, হাসপাতালসহ একাধিক দপ্তরের বিরুদ্ধে লিখিত অভিযোগের তদন্তসহ শুনানী কালে সোলাদানা ইউনিয়ন ভূমি কর্মকর্তা নুরুল ইসলামের বিরুদ্ধে শোকজ ও বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়। সঞ্চালনায় জেলা প্রশাসক মোঃ আমিন-উল-আহসানের শুনানীর আয়োজন করেন, দুদক, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, উপজেলা প্রশাসন ও বিআইজিডির সহযোগিতায় দিনভোর এ শুনানী অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন বিআইজিডির উপপরিচালক আরাফত জোবায়েদ, দুদকের পরিচালক মনিরুজ্জামান, ড. আবুল হাসান, খুলনা বিভাগীয় উপপরিচালক মোঃ আবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান স ম বাবর আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ্যাডঃ শেখ লোকমান হোসেন, সম্পাদক জিএমএম আজাহারুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার। বক্তব্য রাখেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান এস,এম এনামুল, অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস, ইউপি সদস্য শেখ জাকির হোসেন লিটন সহ বিভিন্ন শ্রেনি ও পেশার মানুষ। এর আগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষ র্যালী ও মানববন্ধন কর্মসুচিতে যোগ দেন।