পাইকগাছায় ধর্ষণ মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টির অভিযোগ

প্রকাশঃ ২০১৭-০৬-০৩ - ১৩:০৯

স্নেহেন্দু বিকাশ, পাইকগাছাঃ পাইকগাছায় ধর্ষণ মামলার ১নং আসামী জেলহাজতে থাকায় ধর্ষকের পরিবার থেকে মামলা তুলে নেয়ার চাপ সৃষ্টি করা হচ্ছে বলে ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। মামলার বাদী করিম গাজী অভিযোগ করেছেন, আসামী ও তাদের পরিবারের পক্ষ থেকে মীমাংসার নামে এ মামলা তুলে নেয়ার জন্য চাপ সৃষ্টি করছেন।
এলাকাবাসী ও থানা পুলিশ জানিয়েছেন, উপজেলার সোলাদানা ইউপির পারবয়ারঝাপা গ্রামের করিম গাজীর ৫ম শ্রেণীতে পড়ুয়া মেয়ে বাড়ীর পাশে খেলতে যাওয়ার সময় প্রতিবেশী রহমত গাজীর ছেলে ফেরদৌস অন্যদের সহায়তা নিয়ে ঐ শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করে। এক পর্যায়ে ধর্ষিতার মা মাহমুদা খাতুন ধর্ষকের বাড়ী থেকে তার মেয়েকে উদ্ধার করে। জানাজানির পর একটি প্রভাবশালী মহল এ ঘটনা চাপা দিয়ে মীমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। গণমাধ্যমে খবর প্রকাশ ও পুলিশ তৎপর হলে ১৭ ফেব্র“য়ারি ধর্ষক ফেরদৌসকে ১নং আসামী করে বেল্লাল গাজী ও শাহাবুদ্দীন ঢালীর বিরুদ্ধে ধর্ষিতার অসহায় পিতা করিম গাজী পাইকগাছা থানায় মামলা করে, যার নং- ৩৩। এ মামলায় ১নং আসামী ফেরদৌস বর্তমানে জেলহাজতে রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা থানার সেকেন্ড অফিসার এসআই প্রবীন চক্রবর্তী মামলাটি তদন্তাধীন রয়েছে এবং দ্রুত নিস্পত্তি করা হবে বলে জানিয়েছেন।