পাইকগাছায় পাখির বাসার জন্য গাছে মাটির পাত্র স্থাপন  

প্রকাশঃ ২০১৮-০১-০৬ - ২১:১৯

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে পাখির বাসার জন্য গাছে মাটিরপাত্র স্থাপন ও পাখি সুরক্ষায় উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ে পাখি সুরক্ষা বিষয়ক উদ্বুদ্ধকরণ সভায় সভাপতিত্ব করেন বনবিবি’র সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। সভায় উপস্থিত ছিলেন, শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অঞ্জুলী রানী শীল, শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, মোঃ আলী মুনছুর খান, জিএম শওকত হোসেন, মোঃ মহিদুল্লাহ, তপন কুমার মন্ডল, মোঃ মাসুম বিল্লাহ, শংকর প্রসাদ মুনি, নার্গিস আক্তার, রীতা রায়, কণিকা ঘোষ, বনবিবি’র সদস্য পরিবেশ কর্মী পারভীন আক্তার, পাইকগাছা আলোকযাত্রা দলের সদস্য আরজু সুলতানা, কওছার আলী, শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের আলোকযাত্রা দলের সদস্য শিক্ষার্থী রমা দেবনাথ, তিথি দেবনাথ, তাহমিনা আক্তার, আসপিয়া, স্বপ্না খাতুন, নুসরাত জান্নাতী ও রাসমনি সাধু। অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষায় পাখির গুরুত্ব অপরসীম। তাই মানুষকে পাখি সুরক্ষায় সচেতন করতে হবে। উল্লেখ্য বনবিবি’র ব্যবস্থাপনায় পাইকগাছা উপজেলার বিভিন্ন গ্রামে পর্যয়ক্রমে মাটির হাড়ি-কলস স্থাপনের কার্যক্রম অব্যাহত রয়েছে। এ বছর উপজেলার বিভিন্ন গ্রামের গাছে প্রায় ১ হাজার মাটির হাড়ি-কলস স্থাপন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে বিদ্যালয়ের বিভিন্ন গাছে ও বোয়ালিয়া মোড় এলাকার গাছে পাখির বাসার জন্য মাটিরপাত্র স্থাপন করা হয়।