পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মারপিটে দোকান কর্মচারীকে আহত

প্রকাশঃ ২০১৮-০১-০১ - ২০:২৩

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় সিগারেট দিতে বিলম্ব হওয়ায় এক দোকান কর্মচারীকে মারপিট করে আহত করার অভিযোগ উঠেছে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। রোববার দুপুরে এ ঘটনাটি ঘটেছে, উপজেলার লস্কর ইউপির মিনহাজ বাজারে। আহত দোকান কর্মচারী দিলিপ কুমার মন্ডল পাইকগাছা হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়, গড়ইখালী ইউপির হোগলারচক গ্রামের মৃত বাসুদেব মন্ডলের ছেলে দোকান কর্মচারী দিলিপ দীর্ঘদিন ধরে মিনহাজ বাজারস্থ অনিল বাবুর মুদি দোকানে কর্মচারী হিসেবে কাজ করে আসছে। ঘটনার দিন আমিরপুর গ্রামের মৃত সাত্তার গাজীর ছেলে পুলিশের এস,আই আকবার হোসেন গাজী সিগারেট কিনতে উক্ত দোকানে যায়। এ সময় দিলিপ অন্য ক্রেতার মালামাল দেয়ার কাজে ব্যস্ত থাকায় সিগারেট দিতে দেরি হয়। সিগারেট দিতে দেরি হওয়ায় উত্তেজিত হয়ে উক্ত পুলিশ কর্মকর্তা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে চড়, কিল, ঘুষি মেরে মাটিতে ফেলে আহত করে। এ ঘটনায় বাজার ব্যবসায়ীদের মধ্যে মারাত্মক ক্ষোভের সৃষ্টি হয় এবং আহত দিলিপ এস,আই আকবারের বিরুদ্ধে পাইকগাছা থানায় অভিযোগ করেছেন। ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।