পাইকগাছা (খুলনা) : পাইকগাছায় জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় একবছরের শিশু সহ একই পরিবারের ৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে শিশু মরিয়ামের অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার গদাইপুর গ্রামের সাকাম সরদার গংদের সাথে জায়গা-জমি নিয়ে প্রতিবেশী আবুল কাশেম গংদের দীর্ঘদিন বিরোধ চলে আসছে। ঘটনার দিন গত বুধবার বিকালে পল্লী বিদ্যুতের লোকজন সাকাম গংদের গাছের ডালপালা কেটে দেয়। কেটে দেওয়া ডালপালা আনতে গেলে কাশেম গংদের লোকজন সাকাম গংদের পরিবারের উপর হামলা করে। এতে সাকামের ছেলে আব্দুর রহমান সরদার (৪৫) তার স্ত্রী আফরোজা বেগম (৩৫), ছোট ভাই গণির স্ত্রী জিনাত সুলতানা (২২) ও তাদের একমাত্র একবছরের শিশু কন্যা মরিয়াম গুরুতর আহত হয়। পরে আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে শিশু মরিয়ামের অবস্থা আশংকা জনক হওয়ায় পরের দিন বৃহস্পতিবার তাকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় সাকামের ছেলে গণি সরদার বাদী হয়ে প্রতিপ আবুল কাশেম কোনা সহ ৪ জনকে আসামী করে থানায় মামলা করেছে।