স্নেহেন্দু বিকাশ, পাইকগাছা : খুলনার পাইকগাছায় শারীরিক প্রতিবন্ধী এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ ভিকটিমের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য খুমেক হাসপাতালের ওসিসি-তে পাঠিয়েছেন।
শনিবার গভীর রাতে উপজেলার সোলাদানা ইউপির নায়েবখালীতে এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
পারিবারিক সূত্রের উদ্বৃতি দিয়ে থানাপুলিশ জানিয়েছেন, শনিবার গভীর রাতে নায়েবখালী গ্রামের বিপ্র সরকারের দশম শ্রেণিতে পড়ুয়া প্রতিবন্ধী মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে যায়। এ সময় এক নারী ও মধ্য বয়সী পুরুষ ছাত্রীর চোখ-মুখ বেঁধে পার্শ্ববর্তী গোলবাগানে নিয়ে ঐ নারীর সহায়তায় মধ্য বয়সী পুরুষ ধর্ষণ করে ফেলে রেখে যায়। রবিবার সকালে ঐ ছাত্রীকে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার পরিবার। ওসি এমদাদুল হক শেখ জানিয়েছেন, ঐ ছাত্রী কাউকে চিনতে পারেনি এবং ভিকটিমের পরীক্ষা-নিরীক্ষার জন্য খুমেক হাসপাতালে ওসিসি-তে পাঠানো হয়েছে। বলে তিনি জানান।