পাইকগাছা অফিস : পাইকগাছায় খাদ্য দ্রব্যের মুল্য তালিকা না টানানোর কারণে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারা মোতাবেক আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আরাফাত হোসেন। রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের নির্দেশনা মোতাবেক সোমবার দুপুরে পাইকগাছা পৌর সদরে তরমুজ, পোল্ট্রি, মুদিসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারা অমান্য করার অপরাধে চারটি ব্যবস্যা প্রতিষ্ঠানে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন বলেন, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। অন্যথায় ভ্রাম্যমাণ আদালতে এটা রক্ষা করতে বাধ্য করা হবে। উপস্থিত ছিলেন পেশকার শারাফাত হোসেন, এসআই অমিত ও বেঞ্চসহকারী আরিফুল ইসলাম খানসহ সঙ্গীয় ফোর্স।