পাইকগাছায় মন্ত্রীর অনুষ্ঠানের সেই পকেটমার আটক (ভিডিও)

প্রকাশঃ ২০২২-০৮-০৬ - ০০:৩৯

খুলনা অফিস : খুলনার পাইকগাছায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও পুলিশের কাছাকাছি থেকে ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের পকেট মার এর ঘটনায় সেই ভিআইপি চোর ইসহাক শেখ ( ৫৬) কে পুলিশ গ্রেফতার করেছেন।
পুলিশ জানায়, অনুষ্ঠানের ভিডিও ফুটেজ দেখে ইসহাকে সনাক্ত করা হয় ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় রুপসায় তাকে আটক করা হয়। সে রুপসার নৈহাটি গ্রামের মৃত জজ আলীর ছেলে। এদিকে পকেটমারের স্বীকার সাংবাদিক তপন পাল বাদী হয়ে শুক্রবার ইসহাকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
উল্লেখ্য, গত ২ আগস্ট পাইকগাছার রাড়ুলীতে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী পিসি রায়ের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে মন্ত্রী,এমপি,ওসির সম্মুখ থেকে ইসহাক সুকৌশলে যুগোল কিশোর দে এর পাঞ্জাবীর পকেট থেকে ১৮ শ টাকা চুরি করে । যা সাংবাদিকদের মোবাইলে ধারনকৃত ছবিতে ধরা পড়ে ৷ পরবর্তীতে সেই ছবি দেখে পুলিশ ইসহাককে সনাক্ত করে গ্রেফতার করে। ধৃত ইসহাক চুরির কথা স্বীকার করে বলেন, এখানে আরোও কয়েক পকেটমারের অবস্থান ছিল। এ ঘটনায় থানায় মামলার তথ্য দিয়ে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, ধৃত ইসহাক আন্তঃ বিভাগীয় পকেটমারের মূল হোতা। সে ইতোপূর্বেও ঝিনায়দহে আটক হয়েছিল।