পাইকগাছা (খুলনা) সংবাদদাতা : খুলনার পাইকগাছায় মাদক বিরোধী অভিযানে থানা পুলিশ দুজনকে আটক করেছে। রোববার ভোর সাড়ে ৪ টায় রাড়ুলীর স্যার পিসি রায়ের বাড়ীর সামনে রাস্তার উপর সন্দেহজনক ঘোরাফেরা কালে আবুল শেখকে আটক করে। সে রাড়ুলী গ্রামের বছির শেখের ছেলে। অপরদিকে, শনিবার সন্ধ্যায় উপজেলার কালুয়া গ্রামের পূর্বের বিলের মোঃ জাহাঙ্গীর মোড়লের ঘেরের বাসা থেকে পালানোর সময় পুলিশ আব্দুল হক মোড়ল (৩৫) মোড়লকে আটক করে। কালুয়া গ্রামের জমত মোড়লের ছেলে। তার কাছ থেকে ১০টি ডায়াজিপাম্প ইনজেকশন উদ্ধার করা হয়েছে। ওসি এজাজ শফী জানান, ধৃতরা এলাকায় মাদক বিক্রেতা হিসেবে চিহ্নিত। তাদের নামে থানায় একাধিক মামলা রয়েছে।