পাইকগাছায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের অভিযোগে সুপার গ্রেফতার

প্রকাশঃ ২০২০-১২-০২ - ১৪:২৮

পাইকগাছা প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় ৪র্থ শ্রেনীতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের অভিযোগে মাদ্রাসা সুপার মোঃ হাবিবুর রহমান ( ৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার লস্কর-পাইকগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসায়। সুপার কয়রা উপজেলার ক্ষিরোল গ্রামের হাকিম সরদারের ছেলে।
থানায় মামলার বর্ননা দিয়ে ভিলেজ পাইকগাছা গ্রামের মৃতঃ সুলতান মালির স্ত্রী হামিদা বেগম জানান, আমার নাতনী ( ভিকটিম) লস্কর-পাইকগাছা দাখিল মাদ্রাসায় ৪র্থ শ্রেনীতে পড়ে। করোনাকালে মাদ্রাসা বন্দ থাকলেও বার্ষীক পরীক্ষার এ্যাসাইন্টমেন্ট’র জন্য নাতনী গত ৩০ নভেম্বর সকাল ৭ টার দিকে মাদ্রাসা ভবনের সুপারের কক্ষে প্রবেশ করে। হামিদা বেগম অভিযোগ করেন এ সময় পরীক্ষার প্রশ্নপত্র দেখানোর কথা বলে হুজুর ( সুপার) শিশু নাতনীকে জোরপুর্বক ভাবে ধর্ষন করে। জানাগেছে এ ঘটনার পর ঔ ছাত্রী বাড়ীতে এসে নানীকে খুলে বললে তা জানাজানি হলে পরবর্তীতে কেউ-কেউ মিমাংশার উদ্যোগ গ্রহন করে। সে চেষ্টা ব্যর্থ হওয়ায় সর্বশেষ থানা পুলিশ পর্যন্ত গড়ালে মঙ্গলবার রাতে পুলিশ মাদ্রাসা থেকে সুপার হাবিবুরকে গ্রেপতার করেন। এ ঘটনায় ভিকটিমের নানী হামিদা বাদী হয়ে সুপার হাবিবুরের বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন দমন আইনের ৯ ( ১) ধারায় থানায় মামলা করেছেন,যার নং-২। বুধবার সুপারকে কোর্টে পাঠানোর কথা উল্লেখ করে ওসি মোঃ এজাজ শফী জানান ধর্ষনের আলামত জব্দ করে ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।