পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় একটি মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার। ঘটনাটি উপজেলার দক্ষিণ কুমখালী গ্রামে। গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রী কুমখালী গ্রামের সমরেশ ও লতিকা। মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ কুমখালী গ্রামের সমরেশ ঢালীর পরিবারের সাথে ভারতে রাজ মিস্ত্রী করাকালে পরিচয় হয় সাতক্ষীরার আশাশুনির সাগরের। সে সুবাদে তাদের বাড়ীতে আসা-যাওয়া। এ সুযোগে পার্শ্ববর্তী সুশান্ত ঢালীর মেয়ে প্রমা’র সাথে সাগরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । গত ২৯ ডিসেম্বর প্রমা ও সাগর নিখোঁজ হয়। প্রমা’র বাবা সুশান্ত ঢালী বাদী হয়ে সাগরকে ১নং আসামী করে ৬ জনের নাম উল্লেখ করে পাইকগাছা থানায় ২৯ ডিসেম্বর একটি মানব পাচার মামলা করে, যার নং- ১০। এ মামলায় পুলিশ মঙ্গলবার গভীর রাতে সমরেশ ঢালী (৩৫) ও স্ত্রী লতিকা ঢালী (২৮) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে ইউপি সদস্য মহাশীষ জানায়, প্রমা’র সাথে সাগরের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছে বলে এলাকায় জানাজানি হয়। যার সূত্র ধরে তারা উভয়ে প্রেমের সিঁড়ি ধরে পালিয়েছে। মামলাটি যে ধারায় হয়েছে তা একেবারেই মিথ্যা। এ ব্যাপারে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, মামলাটি মানব পাচার হওয়ায় তদন্তের স্বার্থে সমরেশ ও তার স্ত্রী লতিকাকে আটক করা হয়।