পাইকগাছায় মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রকাশঃ ২০২৩-০২-০৬ - ১৩:৩৭

পাইকগাছা অফিস : পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এড. এফএমএ রাজ্জাকের নামে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে পাইকগাছা প্রেসক্লাব এর পক্ষ থেকে এ মানববন্ধন কর্মসূচি পালিত

করা হয়। সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন।

যুগ্ম-সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম সাগরের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তৃতা করেন, সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সহ-সভাপতি মো: আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, কোষাধ্যক্ষ এস এম বাবুল আক্তার, দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীন সোহাগ, সাংবাদিক বি সরকার, রবিউল ইসলাম, ইমদাদুল হক, এমআর মন্টু, আলাউদ্দীন রাজা, জিএ রশীদ, আব্দুর রাজ্জাক বুলি, কৃষ্ণ রায়, মো: আবুল হাশেম, অমল মন্ডল, পূর্ণ চন্দ্র মন্ডল ও বদিয়ার রহমান। মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সাংবাদিকরা অবিলম্বে এফএমএ রাজ্জাক ও তার পরিবারের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী জানান।