পাইকগাছা (খুলনা) : পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, ওসি (অপারেশন) প্রবীণ চক্রবর্তী, অধ্য মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, দিবাকর বিশ্বাস, এসএম এনামুল হক, কেএম আরিফুজ্জামান তুহিন, আবু জাফর সিদ্দিকী রাজু, গাজী জুনায়েদুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, শিা অফিসার গাজী সাইফুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা মারুফ হোসেন, প্রধান শিক অজিত কুমার সরকার, আব্দুল গফ্ফার, আশুতোষ কুমার মন্ডল, সাংবাদিক আব্দুল আজিজ, প্রকাশ ঘোষ বিধান, জিএমএম আজাহারুল ইসলাম, দাউদ শরীফ ও ইউপি সদস্য নজরুল ইসলাম হিরা। সভায় পাইকগাছা কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের অনুপ্রবেশ ও মাদকের ব্যবহার বন্ধ, ইলিশ সংরণ অভিযান, প্রচার মাইকের মাধ্যমে শব্দ দুষণ বন্ধ, ভিলেজ পাইকগাছা মোড়ে মাদকের অবাধ ব্যবহার বন্ধ, শিক মিলিজিইয়াসমিনের বসতবাড়ীর ছাদের উপর প্রতিবেশীর হেলেপড়া গাছ কর্তন ও লস্কর ইউনিয়নের ঠাকুরবাড়ী খাল অবমুক্তকরণ সহ আইন শৃংখলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়।