পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার পূর্ব গজালিয়া মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ এর দায়ের করা একটি মামলায় এবিএম এনামুল হককে পুলিশ গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে। মঙ্গলবার সকালে এনামুল জামিন নেয়ার জন্য পাইকগাছায় আসার পথে চৌরাস্তা নামক স্থান হতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার মিনহাজ নদী (বদ্ধ) জলমহলে চুরি সংগঠিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উক্ত সমিতির সভাপতি পূর্ব গজালিয়া গ্রামের রুস্তম বাদী হয়ে গত ৮ ফেব্রুয়ারি এনামুল সহ ১৩ জনের নামে জি.আর ২৩/১৮ নং মামলা দায়ের করে। সমিতির সাধারণ সম্পাদক পূর্ব গজালিয়া গ্রামের ওয়াজেদ সরদারের পুত্র কামরুল সরদার জানান, রুস্তম সমিতির সভাপতি নন। সভাপতির আব্দুস সালাম। উক্ত মামলা যে ঘটনা দেখিয়ে মামলা দায়ের করা হয়েছে- এমন কোন ঘটনা ঘটেনি। মিথ্যাভাবে জাল-জালিয়াতির মাধ্যমে জনৈক প্রভাবশালী ব্যক্তির চক্রান্তে এ মামলা হয়েছে। সমিতির সভাপতি আব্দুস সালাম গাজী জানান, পূর্ব গজালিয়া মৎস্য সমবায় সমিতির আমি সভাপতি রয়েছি। জাল-জালিয়াতির মাধ্যমে রুস্তম মিথ্যা সভাপতি পরিচয় দিয়ে বানোয়াট একটি মামলা দায়ের করেছে। সমিতির সভাপতি-সম্পাদক উক্ত বানোয়াট মামলাটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছে।