পাইকগাছা, খুলনাঃ পাইকগাছার বিরোধপূর্ণ বহুল আলোচিত মিনহাজ নদীর বদ্ধ জলমহল থেকে অবৈধ নেটপাটা অপসারণ করা হয়েছে। গোটা এলাকায় ১৪৪ ধারা বহাল থাকা অবস্থায় শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফকরুল হাসান, এবিএম এনামুল হক ও প্রতিপক্ষ সেনা সদস্য জি,এম, আব্দুর রবের দখলে থাকা জলমহল থেকে অবৈধ নেটপাটা অপসারণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী, গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, লস্কর ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন, থানা সহ স্থানীয় ক্যাম্প পুলিশ। দীর্ঘদিন ধরে ২৫১ একরের জলমহলের কর্তৃত্ব-নেতৃত্ব নিয়ে বিরোধ চলে বিবাদমান দুটি গ্র“প সেনা সদস্য জি,এম, আব্দুর রব ও এবিএম এনামুলের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ২ ডজনের অধিক মামলা, হামলা, সংঘর্ষের পর সর্বশেষ প্রশাসন গত ৯ মে জলমহল এলাকায় ১৪৪ ধারা জারী করে পুলিশী প্রহরায় রাখে। এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে সহিংসতা এড়াতে উপজেলার আইনশৃংখলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শনিবার এ নেটপাটা উচ্ছেদ করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, আইনশৃংখলা রক্ষার্থে ১৪৪ বহাল রাখার জন্য নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নির্দেশে বিরোধপূর্ণ এ এলাকায় মাইকিং করা হয়েছে।