পাইকগাছায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগ

প্রকাশঃ ২০২২-০৮-১২ - ২২:২৯

স্নেহেন্দু বিকাশ, পাইকগাছা : পাইকগাছার এক মৎস্য চাষির ঘেরে বিষ দিয়ে লক্ষ-লক্ষ টাকার মৎস্য সম্পদের ক্ষতি করা হয়েছে। বিষ প্রয়োগে ২৫ বিঘার ঘেরের চিংড়ি সহ রুই,কাতলা,মৃগেল ও বিভিন্ন প্রজাতির মাছ নিধনে মৎস্য চাষি ভোলানাথ সর্বশান্ত হয়ে পড়েছে। ১২ আগস্ট-২২ শুক্রবার ভোরে দু’উপজেলা সিমান্ত শুড়িখালী বাজার সংলগ্ন হাতিয়ারডাঙ্গায় এ ঘটনা ঘটেছে।
গড়ইখালী ইউপি’র পাতড়াবুনিয়া গ্রামের কালীপদ সরদারের ছেলে ভোলানাথ সরদার বলেন, বাইনবাড়ীয়ার বাসিন্দা প্রকৌশলী সুশান্ত মন্ডল পরিবারের প্রায় ৩০ বিঘা জমি ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে হাতিয়ারডাঙ্গায় মৎস্য ঘের করে আসছি। যা এলাকার মানুষ সকলে অবহিত রয়েছে। তিনি জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাত্রে ঘেরের বাসায় ছিলাম। কিন্তু রাত আনুমানিক ৩ টার দিকে দেখি বিভিন্ন প্রজাতির মাছ ভেসে গিয়ে কূলে ভিড়ছে। চারিদিকে বিষের দুর্ঘন্ধ ছড়াচ্ছে। জলে অক্সিজিনের অভাব ও বিষের প্রভাবে পরিবেশ নষ্ট হয়ে মাছ মারা যাচ্ছে। এ ঘটনায় লক্ষ-লক্ষ টাকার মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে। তবে কারা এত বড় ক্ষতি করলো তা তিনি নিশ্চিত করে কিছুই বলতে পারেননি। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় আইনী পদক্ষেপের প্রস্তুতি চলছিল।