পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সিআইজি মৎস্য সমবায় সমিতিকে অটো ভ্যান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ \ এনএটিপি-২ প্রকল্পের আওতায় মৎস্য ও মৎস্যজাত পণ্য সহজে বাজারজাত করার লক্ষে উপজেলার দেলুটির রাধানগর সিআইজি মৎস্য সমবায় সমিতির অনুকূলে দুইটি অটো ভ্যান প্রদান করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, ইউসুফ সরদার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা অসিত কুমার সরকার ও ক্ষেত্র সহকারী সুমন কুমার সেন।