পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় আওয়ামী যুব মহিলালীগের সম্মেলনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। মঙ্গলবার বিকালে মাসুমা-জুলি-ময়না অনুসারীরা একাংশের নারী কর্মীদের উপেক্ষা করে জিরো পয়েন্ট এলাকায় সম্মেলন আয়োজন করলে উপেক্ষিত নাহার-সুচিত্রা অনুসারী কর্মীদের তোপের মুখে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ কমিটি ঘোষণা না করেই তড়িঘড়ি করে সম্মেলনস্থল ত্যাগ করে চলে যান। এতে আয়োজিত সম্মেলন পন্ড হয়ে যায়। সম্মেলন চলাকালীন সময়ে বিক্ষুব্ধ শতশত কর্মীরা সম্মেলনের পাশে অবস্থান নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ওসি’র নেতৃত্বে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। সম্মেলনকে ঘিরে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, মঙ্গলবার বিকালে পৌর সদরের জিরোপয়েন্টস্থ শ্রমিকলীগের অস্থায়ী কার্যালয়ে আওয়ামী যুব মহিলালীগের উপজেলা ও পৌর কমিটির সম্মেলন আয়োজন করা হয়। মাসুমা-জুলি শেখ-ময়না অনুসারী নারী কর্মীরা এ সম্মেলনের আয়োজন করেন। সম্মেলনে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। যদিও সম্মেলনটি আ’লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে মর্মে নাহার অনুসারীরা সেখানে অবস্থান নেয়। এদিকে, অধিকাংশ কর্মীদেরকে উপেক্ষা করে সম্মেলন আয়োজন করা হয়েছে এমন অভিযোগে বিকাল ৩টার দিকে জেলা পরিষদ সদস্য নাহার-সুচিত্রার নেতৃত্বে কয়েকশ’ নারী কর্মী উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে অবস্থান নেয়। পরে বিক্ষুব্ধ কর্মীরা মিছিল আকারে সম্মেলন স্থলের জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নেয়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে ওসি আমিনুল ইসলামের নেতৃত্বে থানাপুলিশ কঠোর অবস্থান নেয়। পরিস্থিতি বেগতিক দেখে সম্মেলনে আসা মাসুমা-জুলি অনুসারীদের কর্মীরা ধীরে ধীরে সম্মেলন থেকে চলে যাওয়া শুরু করে এবং পরিস্থিতি অস্বাভাবিক মনে করে কমিটি ঘোষণা না করেই জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মেলন শেষ করে দ্রুত চলে যান। এতে আয়োজিত সম্মেলন অনেকটাই পন্ড হয়ে যায়। চলে যাওয়ার সময় বিক্ষুব্ধ কর্মীদের তোপের মুখে পড়েন জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ ব্যাপারে জেলা পরিষদ সদস্য নাহার আক্তার বলেন, আমাদের সাথে কয়েকশ যুব মহিলালীগের কর্মীরা ছিল। আর যারা আমাদের উপেক্ষা করে সম্মেলনের আয়োজন করেন সেখানে সামান্য কিছু নারী কর্মী ছাড়া সকলেই পুরুষ নেতা কর্মী ছিল। আমাদের উপেক্ষা করার বিষয়টি জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করলে উনারা সকলের সমন্বয়ে কমিটি ঘোষণা দিবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। চলে যাওয়ার সময় সম্মেলনে কমিটি ঘোষণা করা হয়নি এবং পরবর্তীতে ঘোষণা করা হবে উপস্থিত সাংবাদিকদের অবহিত করেন যুব মহিলালীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ আফসানা হাসান ডেইজী। ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, যুব মহিলালীগের সম্মেলনকে কেন্দ্র করে দুটি পক্ষের সৃষ্টি হয়। এনিয়ে উত্তেজনা সৃষ্টি হলে থানাপুলিশ কঠোর অবস্থানে থাকার কারণে সম্মেলনকে ঘিরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।