পাইকগাছা : পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ১০ কেন্দ্রে অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষায় ৩৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। মোট ৩ হাজার ৬১৭ পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৫৭৯ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। কেন্দ্র সচিব মোঃ আব্দুল গফফার জানান, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৮৬ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১, অজিত কুমার সরকার জানান, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৯৫ পরীক্ষার্থীর মধ্যে শতভাগ উপস্থিত ছিল, হরে কৃষ্ণ দাশ জানান, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির কেন্দ্রে ৩১৪ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৩, রহিমা আক্তার শম্পা জানান, মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৩০১ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন জানান, রাড়–লী আর কে বি কে কেন্দ্রে ৬১৮ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১ ও ১ পরীক্ষার্থী জেল হাজতে পরীক্ষা দেয়, সহকারী শিক্ষা অফিসার নয়ন কুমার সাহা জানান, গড়ইখালী কেন্দ্রে ৫৯১ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৩, তপন কুমার কর্মকার জানান, চাঁদখালী বহুমুখী বিদ্যালয় কেন্দ্রে ৩৬০ পরীক্ষার্থীর মধ্যে শতভাগ উপস্থিত ছিল, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম জানান, পাইকগাছা সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ১৯০ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৫, একাডেমীক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী জানান, হাবিবনগর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ১৪৫ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১২, উপজেলা সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস জানান, শাহাপাড়া ভোকেশনাল কেন্দ্রে ১১৭ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ২ জন পরীক্ষার্থী। এদিকে পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। পরিদর্শন শেষে সব কটি কেন্দ্রে পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।