পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শিশু কন্যার নির্যাতনের ঘটনার প্রায় ১ মাস অতিবাহিত হলেও আসামী গ্রেপ্তার না হওয়ায় মামলার বাদী রয়েছে চরম আতংকে। মামলা প্রত্যাহারের জন্য প্রভাবশালী আসামীর লোকজন বাদী সহ তার পরিবারকে ভয়-ভীতি সহ মিথ্যা মামলায় জড়ানোর হুমকি অব্যাহত রেখেছে। ফলে শিশু কন্যার নানা আবুল হোসেন পালিয়ে বেড়াচ্ছে। উল্লেখ্য, গত ২২ ফেব্র“য়ারি উপজেলার সোনাতনকাটি গ্রামের আবুল হোসেন গাজীর ৬ বছরের নাতনীকে লোভ দেখিয়ে একই গ্রামের প্রভাবশালী মেছের গাজীর পুত্র সোবহান গাজী (৬৫) তার বাড়ীতে নিয়ে যায়। শিশু কন্যার নানা-নানী বাড়ীতে না থাকার সুবাদে লম্পট সোবহান গাজী তার ঘরের মধ্যে আটকিয়ে রেখে শারীরিক নির্যাতন চালায়। শিশুকন্যার আত্মচিৎকার করতে থাকলে সোবহান এ ঘটনা কাউকে না বলার জন্য ভয়-ভীতি দেখিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। বিষয়টি জানাজানি হলে আবুল হোসেন তার নাতনীকে নিয়ে পাইকগাছা থানার দারস্থ হয়। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪) (খ) ধারায় জি.আর ৩৬/১৮ নং মামলা দায়ের করে। পুলিশ নিজ হেফাজতে রেখে শিশু কন্যার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করেন। এদিকে, প্রভাবশালী সোবহান গাজীর লোকজন অর্থ নিয়ে দরবার শুরু করেছেন। অন্যদিকে, মামলা প্রত্যাহার না করলে হত দরিদ্র আবুল সহ তার পরিবারবর্গকে দেখে নেবেন বলে হুমকি অব্যাহত রেখেছে। এলাকা সূত্রে জানা যায়, ইতোপূর্বে সোবহান গাজীর বিরুদ্ধে আরো এ ধরণের ঘটনা রয়েছে। আবুল গাজী জানান, মামলা প্রত্যাহার করার জন্য সোবহানের ভাড়াটে লোকজন আমাকে ভয়-ভীতি সহ মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিচ্ছে। এমনকি অর্থের বিনিময়ে ঘটনা নিস্পত্তির জন্য বারংবার আমার বাড়ীতে লোক পাঠিয়ে হয়রানী করছে। এক পর্যায়ে আমি নিরাপত্তাহীনতায় তাদের থেকে পালিয়ে বেড়াতে হচ্ছে এবং আমার শিশু নাতনীকে নজরদারীতে রাখতে হচ্ছে।