পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে এনআই এ্যাক্টে ১৩৮ এর মামলায় সাজা প্রাপ্ত আসামী অসিত রায় ( ৪৫) কে গ্রেফতার করেছে।
শনিবার ভোরে নিজ বসত বাড়ী থেকে থানার এসআই মুনতাসির মাহমুদ অসিতকে গ্রেফতার করেণ। সে উপজেলার সোনাতন কাঠি গ্রামের মৃতঃ বকুল রায়ের ছেলে। (ওসি) মোঃ এজাজ শফী জানিয়েছেন, সিআর -১৭৩/১৭ মামলায় সাজাপ্রাপ্ত পালাতক আসামীকে গ্রেফতার করে শনিবার সকালে আদালতে প্রেরণ হয়েছে।