পাইকগাছায় সাফল্যের শীর্ষে হীরা-মুক্তা

প্রকাশঃ ২০১৮-০১-০৬ - ২১:০৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় আবারও সাফল্যের শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জমজ দুই বোন সাবিহা আরবী হীরা ও সাদিয়া আরবী মুক্তা। হীরা ও মুক্তা প্রতিবারের ন্যায় এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় গোল্ডেন ‘এ’ প্লাস পেয়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। হীরা-মুক্তা উপজেলার পুরাইকাটী গ্রামের স্কুল শিক্ষক শেখ শাহীন উল্লাহ ও মেহেরুন্নেছা মেরীর জমজ দুই কন্যা। দুই বোন প্রাথমিক সমাপনিতেও গোল্ডেন ‘এ’ প্লাস পেয়ে শীর্ষে অবস্থান করেছিল। তারা দুই বোন প্রত্যেক শ্রেণিতে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে আসছে। হীরা-মুক্তার একমাত্র ভাই মেহেরাব হোসেন সাতক্ষীরা মেডিকেল কলেজে অধ্যায়নরত রয়েছে। পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে সকল ক্ষেত্রে দুই বোনের একই পছন্দ। ভবিষ্যতে দুই বোনই ডাক্তার হতে চায়। তারা সকলের কাছে দোয়া ও আশির্বাদ প্রার্থী।