স্নেহেন্দু বিকাশ, পাইকগাছা : পাইকগাছায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অষ্টম শ্রেণীর ছাত্র মেহরাব মোল্লা (১৪) নিহত হয়েছে। সে মৌখালী মোল্লা বাড়ীর মজিদ মোল্লার ছেলে। দুর্ঘটনায় নিহতের চাচাতো ভাই একই শ্রেণীর ছাত্র রাহাত আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রোববার সন্ধ্যায় মৌখালীর মোল্লা বাড়ীর নিকট পাইকগাছা-কয়রা প্রধান সড়কে এ দু’ছাত্র সাইকেলযোগে যাওয়ার সময় ইটের ট্রলীর মুখোমুখি সংঘর্ষে মেহরাবের মৃত্যু হয় ও রাহাত গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি এমদাদুল হক শেখ জানান, এ ঘটনায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।