পাইকগাছায় হামলা-ভাংচুর ও জমি দখল চেষ্টার অভিযোগ

প্রকাশঃ ২০১৮-০৩-১০ - ২০:০০

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, ভাংচুর ও দখল চেষ্টার ঘটনায় আইনী সহায়তা চেয়ে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অফ বাংলাদেশ ফাউন্ডেশনের পাইকগাছা উপজেলা কমিটি বরাবর অভিযোগ দাখিল হয়েছে।
জানা যায়, উপজেলার দক্ষিণ সলুয়া গ্রামের মৃত জমির সরদারের পুত্র ছহিল উদ্দীন সরদারের সাথে কাজীমুছা গ্রামের মৃত মোহর হালদারের পুত্র মশিয়ার রহমান ও রামনাথপুর গ্রামের নুরু গাজীর পুত্র গফুর গাজীর দীর্ঘদিন যাবৎ জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন মশিয়ার ও গফুর গাজী ভাড়াটে লোকজন নিয়ে ছহিল উদ্দীনের বসত বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও দখল চেষ্টা করে। এ ঘটনায় ছহিলউদ্দীন বাদী হয়ে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অফ বাংলাদেশ ফাউন্ডেশনের উপজেলা কমিটি বরাবর আইনী সহায়তা চেয়ে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে শনিবার সকালে উক্ত সংগঠণের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠণের কেন্দ্রীয় নির্বাহী পরিচালক পাইকগাছা-কয়রা সমন্বয়ক মোঃ নিজাম উদ্দীন, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও উপজেলা কমিটির চেয়ারম্যান এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, শেখ ফজলুর রহমান, জহুরুল হক সানা, অমল কৃষ্ণ মন্ডল, হিরন্ময় রায়, প্রণব কান্তি মন্ডল, আজহারুল ইসলাম পল্টু, সুভাষ রায়, শ্যামল মন্ডল, মিন্টু, অচিন্ত, বিদ্যুৎ রায়, স্থানীয় ইউপি সদস্য ইউনুছ আলী মোড়ল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।