মোঃ মানছুর রহমান জাহিদঃ পাইকগাছায় বিয়ে করে ২য় স্ত্রীকে বাড়িতে আনলে ১ম স্ত্রী জেসমিন বাঁধা দিলে স্বামী ও তার পরিবারের সদস্যরা তাকে মারপিট করে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরমলই গ্রামে এ ঘটনা ঘটেছে। আহত জেসমিন আক্তার(৩৫)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানাগেছে, দাম্পত্য কলহের জেরে এ ঘটনার জন্ম হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিগত ৫ বছর পুর্বে গদাইপুর ইউপির দফাদার আনোয়ার মোড়লের ছেলে আজমল হোসেন রাব্বু’র সাথে চরমলই গ্রামের আবুল কাশেম মোড়লের মেয়ে জেসমিন আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে এ দম্পতি ঢাকায় গার্মেন্টসে চাকুরী করত। জেসমিনের মা’ নুরজাহান বেগম অভিযোগ করেন ঢাকা থেকে বাড়ী এসে রাব্বু কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে সোলাদানার আদর্শ্য গ্রামের এক মেয়েকে বিয়ে করে বৃহস্পতিবার বিকেলে বাড়িতে আনেন। এ সময় মেয়ে জেসমিন বাঁধা দিলে জামাতা রাব্বু ও তার পরিবারের সদস্যরা তাকে বেধড়ক মারপিট করে আহত করেন। পরবর্তীতে খবর পেয়ে পরিবারের লোকজন জেসমিনকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে এনে ভর্তি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।