পাইকগাছা থানার এসআই শরীফ আঃ রশীদের পুরস্কার গ্রহণ

প্রকাশঃ ২০১৯-০৭-২৩ - ১১:৪৭

স্নেহেন্দু বিকাশ, পাইকগাছা : পাইকগাছা থানার এসআই শরীফ আঃ রশীদ জেলার বেস্ট পুলিশ অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন। রবিবার সকালে খুলনা জেলা পুলিশ কল্যান ও অপরাধ সভায় জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ’র (বিপিএম) কাছ থেকে তিনি পুরস্কার স্বরূপ ক্রেস্ট ও সনদ পত্র গ্রহন করেন। এ সময় অতিঃ পুলিশ সুপার, বিভিন্ন সার্কেলের এএসপি ও পাইকগাছা থানা সহ জেলার সকল থানার ওসিবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত জুন মাসে এসআই শরীফ আঃ রশীদ সাজাপ্রাপ্ত গ্রেপতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার সহ অন্যন্য গুরুত্বপূর্ণ সরকারী দায়িত্ব-কর্তব্য পালন করায় জেলার বেস্ট পুলিশ অফিসার হিসেবে মনোনীত হওয়ায় এ পুরস্কারে ভূষিত হন।